শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৮, ০৮:৪১ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বঙ্গবন্ধুর রাজনীতিই করছি: কাদের সিদ্দিকী

অপু খান : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি রাজনীতি শুরু করেছিলাম লতিফ সিদ্দিকীর হাত ধরে বঙ্গবন্ধুকে নিয়ে। আমি আজও বঙ্গবন্ধুর সাথে আছি শেষ নি:শ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে থাকবো।

বৃহস্পতিবার নাগরিক টেলিভিশনে ‘সবিনয়ে জানতে চাই’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ নয়, শেখ হাসিনার দল আজকে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ হলে সেই দলে হাসানুল হক ইনু থাকতো না, মতিয়া চৌধুরী থাকতো না। সেই দলে এইচটি ইমাম থাকতো না। যেদিন বঙ্গবন্ধুর লাশ ধানমন্ডিতে পড়েছিলো সকাল থেকে রাত্রি সাড়ে ১১টা পর্যন্ত তখন মোশতাকের মন্ত্রী সভার শপথ হয়েছিলো চারটার পরে,আমার মনে হয় তখনও বঙ্গবন্ধুর শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়েছিলো। সেই সময় মন্ত্রী সভায় সমস্ত আয়োজন যিনি করেছিলেন তার নাম হচ্ছে এইচটি ইমাম, যে আওয়ামী লীগের সর্বশক্তিমান। আমি ওই ধরনের আওযামী লীগ করি না।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের আশা পূরন করতে পারেনি। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ বলেছিলো বেকারদের চাকরি দেবে, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে বিনা পয়সায় সার দিবে, পানির তো কথাই নাই, এ সমস্ত রাখতে পাওে নাই সে জন্য আমি আওয়ামী লীগ ত্যাগ করেছি।

এক তরুনের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সত্যিকার অর্থে বিএনপির সাথে কোনো রাজনীতি করছি না। আমি দেশের বর্তমান ঘূর্ণিপাকে ড.কামাল হোসেনের সঙ্গে রাজনীতি করছি। আমি আমার রাজনীতি করছি, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করছি।

লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে বঙ্গবীর বলেন, সবাই জীবনে প্রেম করে, কবিতা লিখে, আমি জীবনে প্রেম করিনি, কবিতা লিখিনি। আমি প্রেম করেছি বঙ্গবন্ধুর সাথে, প্রেম করছি বাংলাদেশের সাথে। আমি বঙ্গবন্ধুকে বাংলাদেশ মনে করে আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম। এখনও আমি বঙ্গবন্ধুর সাথে আছি।

মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা প্রশ্ন করেন, বঙ্গবন্ধু হত্যাকা-ের সাথে সেই সময়ের ডেপুটি আর্মি চীফ জিয়াউর রহমান সাহেবের কোন সম্পর্ক ছিলো কি না জাবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা যারা হত্যা করেছে তা মানুষ জানে , সেনাবাহিনীর প্রধান ছিলেন শফিউল্লাহ ,শফিউল্লাহর নামে অভিযোগ করলে অবশ্যই জিয়াউর রহমানের নামেও অভিযোগ করা যায়। বঙ্গবন্ধুকে হত্যা, পরিকল্পনা ,আলোচনা এসব আর্মির মধ্যে যা হয়েছিলো তা জিয়াউর রহমানেরও না জানার কথা না। শফিউল্লাহ সাহেবেরও না জানার কথা না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়