Skip to main content

ঐক্যফ্রন্ট নেতাদের কথা-কাজে মিল না থাকায় জনগণ বিভ্রান্ত হচ্ছে : আরেফিন সিদ্দিক

হ্যাপি আক্তার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কথা ও কাজের মধ্য কোনো মিল না থাকায় নিজেদের আর্দশের জায়গায় বিচ্যুতি ঘটেছে; যা জনগণকে বিভ্রান্ত করছে। সূত্র : সময় টেলিভিশন তিনি বলেন,‘ঐক্যফ্রন্ট যখন গঠিত হয়, তখন বলা হয়েছিল এটি নির্বাচনী জোট। এখানে বিএনপির সঙ্গে তারা আছেন কিন্তু জামায়াতের সঙ্গে তারা নেই, এসব নানা কথা বলে আমরা মনে হয় জাতিকে একধরনের প্রতারণার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। একটি বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত একই পরিবার। সেই একই পরিবারের সদস্য হিসেবে জামায়াতের প্রতিনিধিরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য এগিয়ে যাচ্ছে। আদর্শচ্যুতি ঘটলে যা হয়, এখন আমরা তাই দেখতে পারছি।’ এ অবস্থায় দ্বিধাগ্রস্ত না হয়ে, স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জনগণকেই তার অবস্থান নিতে হবে বলেও মনে করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক ।

অন্যান্য সংবাদ