শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএম সম্পর্কে সরকারকে জড়িয়ে কথা বলা ঠিক নয় : শফিক আহমেদ

কান্তা রায় : সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ একাত্তর টেলিভিশনের টক শো ‘বাংলাদেশ সংযোগ’ এ বলেন, ইভিএম এর ব্যবহার হচ্ছে ৬ জায়গায়। এই নিয়ে নির্বাচন কমিশনকে কোন অবস্থায় বিতর্কিত করা ঠিক হবে না। নির্বাচন কমিশনের কাজ নিয়ে যদি এখন কেউ প্রশ্ন তোলে তাহলে বলবো এটা উদ্দেশ্য নিয়ে করছে।

তিনি বলেন, ইভিএম ব্যবহারে সরকারের কোনো আগ্রহ নেই। সরকারের ইচ্ছা অনুযায়ী ইভিএম ব্যবহার হচ্ছে, এটা বলা ঠিক হবে না। আমাদের দেশের একটা প্রবণতা হচ্ছে, যারা বিরোধী দলে থাকে তাদের কেউ কেউ সবকিছুতেই সরকারের উপর দোষ চাপিয়ে দেয়।

নির্বাচন কমিশন স্বাধীন এবং সাংবিধানিক একটি প্রতিষ্ঠান। একথা উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যদের বক্তব্য থেকে বোঝা যায়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। স্বাধীনভাবে কাজ করেই তারা নির্বাচনটাকে গ্রহণযোগ্য ও সুষ্ঠভাবে সম্পন্ন করবে। মাঝখান দিয়ে ইভিএম সম্পর্কে সরকারকে জড়িয়ে কথা বলা ঠিক নয়।

তিনি আরো বলেন, ৩০০ আসনের মধ্যে ৬ আসনে ইভিএম ব্যবহারে তেমন কোন অসুবিধা হবে বলে মনে করি না। অনেকে এটাকে দলীয় ভাবে ব্যবহার করার চেষ্টা করছে। অতীতে মতো এবারো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন অত্যন্ত দৃঢ়তার সাথে তাদের নিজেদের কাজ করে যাচ্ছে যাতে করে নির্বাচনটি সুষ্ঠ ও গ্রহনযোগ্য হয় এবং নির্বাচন নিয়ে যেন কোন কথার সৃষ্টি না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়