Skip to main content

ফুলবাড়ীতে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রাকের চাপাঁয় পিষ্ট হয়ে, আমিন মন্ডল টুডু (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে, দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আমিন মন্ডল টুডু, বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নের দক্ষিন সাহাবাজপুর আদিবাসী পাড়ার মৃত ভুষন টুডুর ছেলে। ঘাটত ট্রাক (ঢাকা মেট্র-ট-১৩-১২৭৬) ও ট্রাকের চালক, ফারুক হোসেন (৩২) কে আটক করেছে পুৃলিশ। আটক ট্রাকের চালক ফারুক হোসেন, দিনাজপুর সদর উপজেলার পাচঁবাড়ীর রিয়াজুল ইসলামের ছেলে। ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, নিহত আমিন মন্ডল টুডু বাইসাইকেল যোগে ফুলবাড়ী বাজারে আসার পথে, ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে বিপরিত দিক দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২৭৬), বাইসাইকেল আরোহী আমিন মন্ডল টুডুকে সজরে চাপা দেয়। এই ঘটনায় বাইসাইকেল আরোহী আমিন মন্ডল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে তার মৃত হয়। খানপুর ইউনিয়নের ৯ নং ওয়াড সদস্য রহমত আলী আমিন মন্ডল টুডুর পরিচয় নিশ্চিত করেন।