Skip to main content

বরিশালে জেএমবির সদস্য গ্রেফতার

বরিশাল প্রতিনিধি: র‌্যাব-৮ এর অভিযানে জেএমবির সক্রিয় সদস্য মোঃ নুরুল ইসলাম ওরফে নুরুকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। সে (নুরু) বাগেরহাট জেলার সদর থানার পুরাতন বাজার মেইন রোড এলাকার অরিন মঞ্জিলের বাসিন্দা মৃত সাহেব আলীর পুত্র। বৃহস্পতিবার রাতে বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, জেএমবির সামরিক শাখার সক্রিয় সদস্য গ্রেফতারকৃত নুরুল ইসলাম বরিশাল কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারভূক্ত আসামী। সাম্প্রতিক সময়ে তার সহযোগীদের বেশ কয়েকজন গ্রেফতার হওয়ার পর নুরুল ইসলাম বর্তমানে নিজেই সংগঠকের দায়িত্ব পালন করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলার সদর থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অন্যান্য সংবাদ