শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৮, ০৬:৩২ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্করামকে ছাড়িয়ে ব্যাটিংয়ে সেরা পাঁচে মুমিনুল

স্পোর্টস ডেস্ক: উইন্ডিজদের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৯ রান করেছেন টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। আর এরই সাথে চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন তিনি।

এর মাধ্যমে তিনি টপকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এইডেন মার্করাম এবং শ্রীলঙ্কার দিমুথ করুনারতেœকে। চলমান টেস্টটি সহ এখন পর্যন্ত মুমিনুলের সংগ্রহ ৮ টেস্টে ৬৭৩ রান। যেখানে তার শতক সংখ্যা ৪টি।

অপরদিকে মার্করাম চলতি বছর সংগ্রহ করেছেন ৯টি ম্যাচে ৬৬৩ রান। হাঁকিয়েছেন ২টি করে শতক এবং অর্ধশতক। অপরদিকে লঙ্কান ব্যাটসম্যান করুনারতেœর সংগ্রহ ৭টি টেস্ট ৬৪৭ রান। তাঁর শতক রয়েছে ১টি এবং অর্ধশতক ৬টি।

তবে তালিকার শীর্ষে থাকা ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি অনেকটা ধরা ছোঁয়ারই বাইরে রয়েছেন মুমিনুলের। এ বছর মোট ১০টি টেস্ট ম্যাচে ১০৬৩ রান সংগ্রহ করেছেন এই রান মেশিন। হাঁকিয়েছেন ৪টি শতক এবং ৪টি অর্ধশতক।

এরপর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থতে অবস্থান যথাক্রমে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

২০১৮ সালের সেরা পাঁচ রান সংগ্রাহক (এখন পর্যন্ত)-
১। ভিরাট কোহলি (ভারত)- ১০ ম্যাচে ১০৬৩ রান
২। জো রুট (ইংল্যান্ড)- ১৩ ম্যাচে ৯৪৮ রান
৩। কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)- ১০ ম্যাচে ৭৯৮ রান
৪। জস বাটলার (ইংল্যান্ড)- ১০ ম্যাচে ৭৬০ রান
৫। মমিনুল হক (বাংলাদেশ)- ৮* ম্যাচে ৬৭৩ রান

  • সর্বশেষ
  • জনপ্রিয়