শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৮, ০৪:৫৮ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকস্থলীর ইনফেকশনে পেটব্যথা

দৈনিক আমাদেরসময়: পেটের অসুখের প্রধান লক্ষণ হলো ব্যথা। কিন্তু এ ব্যথা কেন হয়? কারণ খুব সহজ। এখানে খাওয়াদাওয়া একটি গুরুত্বপুর্ণ কারণ। অধিকাংশ ক্ষেত্রে পেটব্যথার কারণ হিসেবে খাবার বিরাট ভূমিকা পালন করে থাকে। যত্রতত্র খাবার গ্রহণ, যেমন হোটেল বা রেস্টুরেন্টের খাবার, বিয়েবাড়ি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সরবরাহকৃত খাবার; হাসপাতাল, এতিমখানার খাবারও কখনো কখনো ব্যাপকভাবে পেটের অসুখের কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের অসুখ সাধারণত ফুড পয়জনিং হিসেবে নির্ণীত হয়।

কেস হিস্ট্রি : রিমার (ছদ্মনাম) বয়স ১০ বছর। বান্ধবীর জন্মদিনে যোগদান করেছিল। পেটভরে সব খাবার গ্রহণও করে। অনুষ্ঠান শেষে অনেক রাতে বাসায় ফেরে। মাঝরাতে শুরু হয় পেটব্যথা। দেখা দেয় বমি বমি ভাব। কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড বমি শুরু হয়। সঙ্গে পানির মতো পাতলা পায়খানা, কাঁপুনি দিয়ে জ্বর। বাবা-মাসহ বাড়ির সবাই অস্থির। কূলকিনারা করতে পারছিল না। এত রাতে কাকে ডাকবে, কোথায় নিয়ে যাবে এ নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। শেষে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে হাজির হন।

কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নিলেন। ইনজেকশন দিলেন ব্যথা ও বমি বন্ধ হওয়ার। গ্যাস্ট্রিক মনে করে সিরাপও দিয়ে রোগীকে বাড়িতে পাঠিয়ে দিলেন। এতে সামান্য উপশম হলো। কিন্তু বিকেল থেকে আবার প্রচণ্ড ব্যথা, বমি, জ্বর ও ডায়রিয়ার মতো পাতলা পায়খানা শুরু হলো। বাবা-মা-আত্মীয়-স্বজন সবাই পেরেশান। আরও একদিন অপেক্ষা করল, যদি কোনোভাবে উপশম হয়।

উপসর্গ কমার কোনো সম্ভাবনা দেখল না। বাধ্য হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে তারা যোগাযোগ করল পরামর্শের জন্য। চিকিৎসক দেখলেন। অ্যাপেনডিসাইটিস কিনা, পরীক্ষা করলেন। পাকস্থলীতে ইনফেকশান মনে হলো চিকিৎসকের। প্রয়োজনীয় পরীক্ষার পর অ্যান্টিবায়োটিক দিলেন এবং ২৪ ঘণ্টার মধ্যে রোগী সুস্থ হয়ে উঠল। এমন ঘটনা প্রায়ই ঘটে। আসলে চিকিৎসার জন্য যেটি গুরুত্বপূর্ণ ছিল তা হলো কেন এ রোগ হলো, তার কারণ বের করা। রোগের ইতিহাস রোগ নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইতিহাস হল সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং খাবার খেয়েছে। অনুষ্ঠানের খাবারই ইনফেকশনের কারণ ছিল।

লেখক : অধ্যাপক, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট

সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়