শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সকল ভোটারই স্বাধীনতার পক্ষের লোক দাবি সুলতান মনসুরের

স্বপন কুমার দেব, মৌলভীবাজার : বাংলাদেশের কোন ভোটার স্বাধীনতা বিরোধী নয় এ দাবী করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসু সাবেক ভিপি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশে যারা ভোটার এরা কেউ স্বাধীনতা বিরোধী শক্তি নয়।

তিনি বলেন, ‘আমাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) ৭ দফা ১১ দাবিতে উল্লেখ আছে, যুদ্ধপরাধী ছাড়া দেশের ৫৪ হাজার বর্গমাইলের যারা নাগরিক, তারা সবাই এদেশের সমান ব্যক্তি। স্বাধীনতা বিরোধী-অবিরোধী বলে কোন বিষয় না। সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের।’

মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা সম্পর্কে বলেন, ‘যারা অপশাসনের বিরুদ্ধে তারাই মুক্তিযুদ্ধের পক্ষের। যারা দূর্ণীতির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে তারাই মুক্তিযুদ্ধের পক্ষের। মুক্তিযুদ্ধ মানে ব্যাংকের টাকা বিদেশে পাঠানো নয়। মুক্তিযুদ্ধ মানে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করা নয়।’

দেশের বীর সন্তানদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বা অন্যান্য নেতৃবৃন্দ যেমন তাজউদ্দিন, মুজিবনগর সরকারসহ জেনারেল আতাউল গনি ওসমানীর নেতৃত্বে সেক্টর কমান্ডাররা ছিলেন জেনারেল জিয়াউর রহমান, জেনারেল শফিউল্লাহ, জেনারেল খান মোশাররফ তিন ব্রিগেড ছিলেন বা হাজার হাজার সামরিক বাহিনী, মুজিব বাহিনীর সদস্যরা ছিলেন তারা কিন্তু লুটপাটের বা টাকা আত্মসাতের জন্য, দেশ ধ্বংস করার জন্য এই বাংলাদেশকে স্বাধীন করেন নাই। স্বাধীনতার লক্ষ্যই হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে গণতন্ত্র। তাই ৫৪ হাজার বর্গমাইলের ভিতরে যারা ভোটার আছেন তারা সবাই আমার বন্ধু বলে আমি মনে করি।’ বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় হোক সকলের, জয় ধানের ছড়া, জয় বঙ্গবন্ধু’ উল্লেখ করেন।

বুধবার কুলাউড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা শেষে তিনি এই কথাগুলো বলেন। এসময় জাতীয় পার্টি (কাজী জাফর)- এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ নবাব আলী আব্বাস খান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দলের মধ্যকার সংস্কারপন্থী গ্রুপের সদস্য হয়ে ওঠেন এমন অভিযোগ ওঠলে আওয়ামী লীগের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। তৎকালীন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নবাব আলী আব্বাস খানের সাথে একাত্ম হয়ে নির্বাচনে অংশ নেন এবং সেই নির্বাচনে নবাব আলী আব্বাস সাংসদ নির্বাচিত হন।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন সুলতান মনসুর। সরকারবিরোধী এই জোটে বিএনপিও যোগ দিলে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে প্রার্থী হন সাবেক এমপি সুলতান মনসুর ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়