শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৮, ০৪:২৫ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর চেম্বার নির্বাচনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

তপু সরকার, শেরপুর: শেরপুর চেম্বার নির্বাচনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারশেরপুর চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচনের পৃথক ৩টি গ্রুপ থেকে মোট ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ২৫ নভেম্বর রাত ৮ টায় শেরপুর চেম্বার অব কমার্স এর অফিস সূত্রে এসব প্রত্যাহারকারীদের নাম প্রকাশ করা হয়।

প্রত্যাহারকারীরা হলো, ট্রেড গ্রুপ থেকে মো. সারোয়ার হোসেন, সহযোগী গ্রুপ থেকে মাজহারুল হক লুটু, মো. আঙ্গুর মিয়া, কৃষ্ণ ঘোষ, বিদ্যুত কুমার নন্দী ও সজিব ঘোষ, সাধারণ গ্রুপ থেকে অর্নিবান রায় চৌধুরী, নন্দ সাহা, মো. নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, উজ্জলুর রহমান, আজাহার আলী, আব্দুল্লাহ আল মামুন শাহিন, আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন, ভোলানাথ ঘোষ, অসীম দত্ত হাবুল, জাহাঙ্গির আলম, বিনয় কুমার সাহা, মো. শহিদুল্লাহ শহীদ, মো. সেলিম, মো. আল রাফি ও একেএম আহসানুজ্জামান হিরো।

আগামী ১৪ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে পৃথক ৩ টি গ্রুপে ১৯ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী মোট ৫৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ২৫ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন ছিল। ২২ জন্য প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাড়ানোয় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলো মোট ৩১ জন।

এদের মধ্যে ট্রেড গ্রুপে প্রার্থী রয়েছেন মো. আব্দুল বাতেন, প্রকাশ দত্ত এবং অজয় কুমার চক্রবর্তী জয়। সহযোগী সদস্য গ্রুপে চন্দন কুমার সাহা, রনক কুমার সিংহ রায়, অটলেশ মালাকার, শুভ্র সাহা বাবন, কানু চন্দ্র চন্দ, তাপস কুমার সাহা, রাজন সরকার রাজু ও খুরশীদ আলম মিঠু। সাধারণ গ্রুপে সাবিহা জামান শাপলা, মো. মুসা মিয়া, শেখ শোভন, আরিফুল কবীর আপেল, এসএম আজিজুদ্দিন আহম্মেদ ইকরাম, বাহরাম বাদশা, প্রিন্সিপাল মো. রেজুয়ানুর রহমান বকুল, মো. ওয়ালিদ বিন ফেরদৌস, আলহাজ্ব মো. আরিফ হোসেন, বাবুল আহমেদ, মো. জাহাঙ্গীর, মো. রফিকুল ইসলাম, মনির উদ্দিন আহমেদ, লায়েছুর রহমান দারা, জাবেদ জাহান ইসলাম, মো. আসাদুজ্জামান রওশন, গোপাল চন্দ্র সাহা, বশিরুল ইসলাম সেলু, মো. তৌহিদুর রহমান পাপ্পু এবং নির্মল কুমার সাহা।

আসাদুজ্জামান রৌশনের নেতৃত্বে ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের ‘রৌশন-প্রকাশ-আরিফ’ নামে একক প্যানেল নিার্বচনে অংশ গ্রহন করবে। তবে প্যানেলের বাইরে ট্রেড গ্রুপে এক জন, সহযোগী গ্রুপে ৩ জন এবং সাধারণ গ্রুপে ৮ জন সতন্ত্র ভাবে নির্বাচনে অংশ গ্রহন করছেন।

এবারের নির্বাচনে সাধারণ ভোটাররা পৃথক দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনের আশা করছিলেন। কিন্তু বেশ কযেকজন হেভিওয়েট প্রার্থীসহ ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এবারের নির্বাচন অনেকটা সাদামাটা হবে বলে সাধারণ ভোটাদের অনেকইে অভিমত প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন ২ বছর অন্তর অনুষ্ঠিত হলেও এবার ৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে। গত ২০১৬ সনের নির্বাচনে একক প্যানেল থাকায় ১৯ জনই বিনা প্রতিদ্বিন্দ্বীতায় নির্বাচিত হয়। ফলে ওই বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এবার চেম্বার অব কমার্সের ট্রেড গ্রুপের ভোটার সংখ্যা ১৮ জন, সহযোগী গ্রুপে ৬৬৭ জন এবং সাধারণ গ্রুপে ভোটার রয়েছে ১২৮০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়