শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : নির্বাচনের শুরুতেই বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মেজবাউদ্দিন ফরহাদ। বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাদের হামলার অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলনে ধানের শীষ মার্কার প্রার্থী মেজবা উদ্দিন ফরহাদ বলেন, বুধবার দুপুরে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে তার সাথে থাকা নেতাকর্মীদের ওপর হামলা করেছেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। কয়েক দফা হামলায় তাদের ১৩জন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া সত্বেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে করে তিনি মনে করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পঙ্কজ নাথ ভোটের মাঠে বিএনপির কর্মী সমর্থকদের ভয় দেখাতে প্রশাসনকে ব্যবহার করছে। এ অবস্থার পরিবর্তন না হলে সেখানে সুষ্ঠু ভোটগ্রহণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাই এই মুহুর্তে বরিশাল-৪ আসনের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে অবিলম্বে প্রশাসনের কর্মকর্তাদের পরিবর্তনের দাবি করেন মেজবা উদ্দিন ফরহাদ।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, আমরা বার বার নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার পরের তারা কিছুই করছেনা। পুলিশ এখনো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে গ্রেফতারের নামে হয়রানি করছে। এসময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল আলম রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পঙ্কজ নাথ বলেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনেও বিএনপি তাদের নিশ্চিত পরাজয় জেনে আগে থেকেই নির্বাচন থেকে সরে যাবার জন্য মিথ্যে গুজব ছড়াচ্ছে। তিনি আরও বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে সৃষ্ট ঘটনাও আওয়ামী লীগের ঘারে চাঁপিয়ে প্রশাসনকে দায়ি করতে চাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়