শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৮, ০১:৩০ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

মো. সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে ইটভাটা বন্ধ, ফসলি জমি রক্ষা, গ্রামীন রাস্তায় মাটিবাহী ট্রাক চলাচল বন্ধসহ পরিবেশ রক্ষায় মানববন্ধন করেছেন গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চন নগর গ্রামের অনির্বাণ আইডিয়াল স্কুলের সামনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬ শতাধিক লোক ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়া সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার বলেন, গ্রামের ইটের সরু রাস্তায় পার্শ্ববর্তী একাধিক ইটভাটার মাটিবাহী ট্রাক ও ট্রলি রাতদিন চলাচল করায় গ্রামের লোকজনের ঝুঁকি অনেক বেড়ে গেছে। ওই গ্রামের ৮০ বছর বয়সি মোসলেম উদ্দিন বলেন, ধুলা-বালিতে আমাদের বাড়িতে থাকাই দায় হয়ে গেছে। অনির্বাণ স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাজীম আহমেদের মা সুলতানা পারভীন ক্ষোভের সঙ্গে বলেন, গ্রামের মধ্যদিয়ে অতিরিক্ত ট্রাক চলায় আমাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে সবসময় আতঙ্কের মধ্যে থাকি। কখন যেন দুর্ঘটনায় সন্তানের ক্ষতি হয়ে যায়।

মহেল মোল্লা (৫৩) বলেন, গত বছর আমার বাড়ির পাশ থেকে ৫ পাখি জমির মাটি গভীর করে কেটে নিয়েছে ভাটা মালিকেরা। এ বছরও একাধিক জমি থেকে মাটি কাটা হচ্ছে। পার্শ্ববর্তী ভূমদক্ষিণ মৌজা থেকে ইতোমধ্যে ১০ পাখি জমির মাটি কাটা হয়েছে বলেও জানান। এভাবে চলতে থাকলে এলাকাটি নদী হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পার্শ্ববর্তী ইটভাটা বন্ধসহ মাটি বাহী ট্রাক ও ট্রলির আবাধ চলাচল বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়