Skip to main content

দেশের সকল সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই সুবিধাপাবে: মোস্তাফা জব্বার

তরিকুল ইসলাম সুমন : দেশের ৫শত ৮৭টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ট্রেনিং ইনস্টিটিউটগুলো শিগগিরই উচ্চগতির ফ্রি ওয়াইফাই সুবিধার আওতায় আসছে। এরফলে শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই এর মাধ্যমে উচ্চ-গতির ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যবহারের সুবিধা পাবেন। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিটিআরসি এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী ২ ডিসেম্বর প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ৫৮৭টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট সমূহের মধ্যে ঢাকা বিভাগে ১শত ৪৩, ময়মনসিংহ বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ১০৭, বরিশাল বিভাগে ৪৫, খুলনা বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ৮৫, রংপুর বিভাগে ৫৬ এবং সিলেটে বিভাগে ৩৩ টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ফ্রি ওয়াইফাই সুবিধার আওতায় আসছে। পর্যায়ক্রমে দেশের সকল বেসরকারি কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা সম্প্রসারণ করা হবে। সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দেশের ৮ টি বিভাগে সরকারি কলেজ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনটি লটে একযোগে অপটিক্যাল ক্যাবল স্থাপন ও ইকুইপমেন্ট স্থাপন কাজটি সম্পন্ন করা হবে।

অন্যান্য সংবাদ