শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের ওপর বিশ্বাস রাখতে চান ব্র্যাথওয়েটরা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে একেবারেই নিষ্প্রভ ছিলেন সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা। বিশেষ করে টপঅর্ডার ব্যাটসম্যানদের প্রায় কেউই সেভাবে বড় স্কোর গড়তে পারেননি। আর সেই কারণে ঢাকা টেস্টের আগে ব্যাটিং নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় আছেন উইন্ডিজ দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট।

টাইগারদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে আজ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্র্যাথওয়েট জানিয়েছেন প্রত্যেক ব্যাটসম্যান নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে পারলে তবেই সাফল্য বয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি ইতিবাচক পরিকল্পনা নিয়ে এগোতে হবে বলেও বিশ্বাস করেন তিনি।

ব্র্যাথওয়েট বলেন, ‘প্রত্যেক ব্যাটসম্যানকে এগিয়ে আসতে হবে তাদের নিজস্ব পরিকল্পনা নিয়ে। গত ম্যাচের উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। আমাদের পরিকল্পনা নিয়ে ইতিবাচক হতে হবে এবং নিজেদের মধ্যে বিশ্বাস নিয়ে আসতে হবে। যদিও উইকেটের গভীরতা বুঝে খেলা সহজ হবে না। তবে আমাদের এটি পারতেই হবে।’

প্রথম টেস্টে চট্টগ্রামে স্পিনাররাই সব থেকে সফল ছিলেন। জোমেল ওয়ারিক্যান, দেবেন্দ্র বিশু কিংবা রস্টোন চেজরা দারুণ বোলিং করেছিলেন সেই ম্যাচে। তবে শুধু স্পিনাররাই নয়, দলের পেসাররাও যে যথেষ্ট ভালো পারফর্ম করতে সক্ষম তা নিয়ে সন্দেহ নেই ক্যারিবিয়ান অধিনায়কের। সফলতার ঔষধ হিসেবে এবারও সুষ্ঠু পরিকল্পনাকে উল্লেখ করেছেন ব্র্যাথওয়েট।

তার ভাষায়, ‘একটি ভারসাম্য অবশ্যই থাকবে। প্রথম টেস্টে স্পিনই বেশি ভালো হয়েছিল। এর মানে এটা নয় যে পেসাররা উইকেট নিতে পারে না। আমি মনে করি আমরা যখন আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারব, আমরা চাপ সৃষ্টি করতে পারবো এবং উইকেট নিতে পারবো। আমি স্পিনার এবং পেসার উভয়দেরকেই ভালো খেলার আহ্বান করছি।’

ঢাকা টেস্টের আগে ক্রিকেটারদের ইতিবাচক থাকারও আহ্বান জানিয়েছেন ব্র্যাথওয়েট। জানিয়েছেন সাফল্য পেতে হলে প্রতিটি বলই দেখে শুনে খেলতে হবে ব্যাটসম্যানদের। পাশাপাশি নিজেদের মনকে সতেজ রাখার ব্যাপারেও ভাবছেন তিনি।

ক্যারিবিয়ান দলনায়ক বলেন ,‘আমাদের রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক পদ্ধতির ওপরে জোর দেয়ার পাশাপাশি নিজেদের ওপরে বিশ্বাস রাখতে হবে। আমি মনে করি সফলতা পেতে হলে প্রতিটি বল দেখে শুনে খেলতে হবে। আমার মতে আমাদের মনকে সতেজ রাখতে হবে, আমি অবশ্যই বিশ্বাস করি যে আমরা তা পারবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়