শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ১১:০৭ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রী ধর্ষণ

মো. মামুন মোল্লা, সাভার : ঢাকার সাভারে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হৃদয় দাস নামে (২২) এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। হৃদয় দাস সাভার পৌর এলাকার উত্তরপাড়া মহলার রবি দাসের ছেলে। বৃহস্পতিবার সকালে তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ বলেন, ধর্ষনের শিকার মেয়েটি সাভারের পালপাড়া এলাকায় ভাড়া থেকে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের পড়াশুনা করছে। এর এপর্যায় মুঠোফোনে তাদের মধ্যে প্রেম সম্পর্কের সৃষ্টি হয়। দীর্ঘদিন কর্থাবার্তার এক পর্যায়ে হৃদয় তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের কথা শুনে তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। হৃদয় দাস এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে সাভারের বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে । এভাবে দীর্ঘদিন চলতে থাকলে ওই শিক্ষার্থী হৃদয়ের কাছে বিয়ের সুনির্দিষ্ট তারিখ জানতে চায়। এরপর থেকে হৃদয় ইচ্ছাকৃতভাবে তাদের সম্পর্কের দূরত্বের সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে ধর্ষিতা তাকে বিয়ের চাপ সৃষ্টি করলে হৃদয় বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে ওই শিক্ষার্থী প্রতিকার চেয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক হৃদয় দাসকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় দাস ওই শিক্ষার্থীকে ধর্ষণের কথা শিকার করে। পরে তাকে নারী নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। এছাড়া ভুক্তভোগী কলেজ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়