শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পদ বিবরণী জমা দিলেন এএসপি আবুল হাশেম

তরিকুল ইসলাম সুমন : সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পরিচালক (এএসপি) হাশেম ও তার স্ত্রী।

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে তাদের সম্পদের হিসাব জমা দেন। দুদকের জনসংযোগ শাখা সূত্রে এ তথ্য জানান। এর আগে এর আগে গত ৫ নভেম্বর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পরিচালক (এএসপি) মো. আবুল হাশেম এবং তার স্ত্রী মিসেস তাহেরিনা বেগমের বিরুদ্ধে সম্পদের বিবরণ দাখিলের নোটিশ দেয় দুদক।

দুদকের অনুসন্ধানে মো. আবুল হাশেমের বিরুদ্ধে ৪৮ লাখ ৪৭ হাজার ২৫৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও তার স্ত্রী মিসেস তাহেরিনা বেগমের বিরুদ্ধে ১৯ লাখ ৫১ হাজার ৫৪৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তথ্য পায় দুদক। দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম অভিযোগটি অনুসন্ধান করছেন।

আরো জানা গেছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পরিচালক (এএসপি) মো. আবুল হাশেম ২০১০-১১ করবর্ষ থেকে ২০১৭-২০১৮ করবর্ষের আয়কর নথিতে দুদক বৈধ ও গ্রহণযাগ্য আয় ৬৭ লাখ ৬৫ হাজার ১৭৩ টাকা। এর মধ্যে কর পরিশোধসহ পারিবারিক ব্যয় দেখানো হয়েছে ১৩ লাখ ৭৫ হাজার টাকা। তার ব্যয় বাদ দিলে নিট আয়ের পরিমাণ ৫৩ লাখ ৯০ হাজার ১৭৩ টাকা। অন্যদিকে তার নামে মোট স্থাবর ও অস্থাবর সম্পদ পরিমাণ হলো ১ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৩১ টাকা। অর্থ্যাৎ মো. আবুল হাশেমের ৪৮ লাখ ৪৭ হাজার ২৫৮ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন।

অন্যদিকে তার স্ত্রী মিসেস তাহেরিনা বেগম ২০০৫-২০০৬ করবর্ষ থেকে ২০১৭-২০১৮ করবর্ষের আয়কর নথি থেকে প্রাপ্ত আয় ও ব্যয়ের হিসাব থেকে নিট আয় পাওয়া যায় ৮১ লাখ ৫৫ হাজার ২৫২ টাকা। যা মিসেস তাহেরিনা বেগমের নামে স্থাবর ও অস্থাবর ১ কোটি ১ লাখ ৬ হাজার ৭৯৬ টাকার সম্পদ থেকে বাদ দিলে ১৯ লাখ ৫১ হাজার ৫৪৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। দুদকের হটলাইন-১০৬ এ আসা অভিযোগ থেকে ২০১৭ সালের শুরুতে এই অনুসন্ধান শুরু করে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়