শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে ঘন ঘন পরিবর্তনের বিপক্ষে সাকিব

নিজস্ব প্রতিবেদক : একই দলে বার বার পরিবর্তন, ক্রিকেটারদের ফর্মের বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে অভিষেক হওয়া ক্রিকেটারদের নিজেদের প্রমাণের জন্য সময় দেয়ার পক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত ১১ ম্যাচে বাংলাদেশ দলের ওপেনিং জুটিতে নয়বার পরিবর্তন এসেছে। যার বিপক্ষে অধিনায়ক সাকিব।

বাংলাদেশ টেস্ট দলে গত এক মাসে পাঁচ ক্রিকেটারের অভিষেক দিয়েছে নির্বাচকরা, অপেক্ষায় আছে আরও একজন। কিন্তু একটি কিংবা দুইটি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন এই ক্রিকেটাররা। যার ফলে অনুপ্রেরণার বদলে মানসিকভাবে ক্ষতিগ্রস্থই বেশী হয়েছেন তারা। যা বাকিদের বার্তা দিচ্ছে ভেঙ্গে পড়ার।

নির্বাচকদের এই সিদ্ধান্তে খুশি নন টাইগার অধিনায়ক। তার মতে, অভিষেক করানো ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেয়া উচিত নিজেদের সামর্থ্য প্রমাণ করে দেখানোর জন্য। যা এক কিংবা দুই টেস্ট দিয়ে সম্ভব নয়।

‘আমি সবসময় পছন্দ করি একজন ক্রিকেটারের যখন অভিষেক হয় কিংবা তাকে যখন খেলানো হয়, তাকে যেন যথেষ্ট সুযোগ দেয়া হয়, তার সুপ্ত প্রতিভা এবং সামর্থ্য প্রমাণ করার। যদি তারপরও সে ব্যর্থ হয় তারপরেই তাকে পরিবর্তন করা উচিত, অভিষেক হওয়া ক্রিকেটারদের নিয়ে নিজের ভাবনার কথা সংবাদ সম্মেলনে বলেছিলেন সাকিব।

‘ঘন ঘন পরিবর্তনের পক্ষে আমিও না। আমিও মনে করি না এটা কোন ভালো বার্তা দেয়। দিন শেষে আমরা সবসময় চাই ম্যাচগুলো জিততে। ম্যাচ জেতার জন্যই অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়’ যোগ করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু এবং অলরাউন্ডার আরিফুল হকের। এরপরেই ঢাকা টেস্টের একাদশ থেকে বাদ পড়েন দুইজন। অভিষেক করানো হয় নতুন দুই ক্রিকেটারকে।

মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এবং পেসার খালেদ আহমেদকে। পরবর্তী সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মিঠুন দলে থাকলেও বাদ পড়েন খালেদ। অভিষেক করানো হয় তরুণ অফ স্পিনার নাঈম হাসানের। এবার অভিষেকের অপেক্ষায় আছেন বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিকের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়