শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৮:০৪ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের রোগী নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর: মুন্সিগঞ্জের গজারিয়া লরিচাপায় (লং ভেহিকেল) অ্যাম্বুলেন্সে থাকা আব্দুর রাজ্জাক (৭০) নামে এক অসুস্থ বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা তিনজন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার দরি বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ঢাকায় চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

আহতরা হলেন-নিহতের স্বজন লাকী বেগম (৩০), ইফতেকা (৩৫) ও মো. বাতেন (২৪)। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান জানান, সকালে দরি বাউশিয়া এলাকায় ঢাকাগামী একটি লরি উল্টো লেনে চলতে থাকা কুমিল্লাগামী অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ আব্দুর রাজ্জাক নিহত হন। এসময় আহত তার সঙ্গে থাকা তিন স্বজন।

হাবিবুর রহমান আরো জানান, দুর্ঘটনার কারণে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কের একাপাশে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ওই সময়ে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লরি ও অ্যাম্বুলেন্সটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়