শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৭:১৮ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪২ বছর আগে এক ধর্ষণের ঘটনায় ফেঁসেছেন হরর অভিনেতা জন জারাট

সালেহ্ বিপ্লব : ভালো রকম ফ্যাসাদেই পড়েছেন অস্ট্রেলিয়ার পর্দাকাঁপানো অভিনেতা জন জারাট। হরর মুভি ‘উলফ ক্রিক’-এর জন্যে বিশ্বখ্যাত এ অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গেলো আগস্টে মামলাটি দায়ের হলেও ঘটনাটি ৪২ বছর আগের। স্বল্পতম সময়ে কঠোর রায় হবে, মামলার ব্যাপারে এমনই জানিয়েছেন আইনজীবীরা। তবে জন জারাট সোজাসাপটা বলে দিয়েছেন, তিনি নির্দোষ। বিবিসি

অভিনেতার বয়স এখন ৬৬, চার দশকের বেশি সময় ধরে তিনি বড়োপর্দার পাশাপাশি টেলিভিশনেও চুম্বকের মতো টেনে রেখেছেন দর্শকদের। গত বছরের ডিসেম্বরে জন জারাটের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ১৯৭৬ সালে সিডনিতে তিনি এক অষ্টাদশীকে ধর্ষণ করেছিলেন। অভিযোগ পাওয়ার পর পরই ভিকটিমের সাথে যোগাযোগ করে পুলিশ, প্রাথমিক তদন্ত শেষে গত আগস্ট মাসে মামলা দায়ের হয়। এই মামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হন। ম্যাজিস্ট্রেট যখন জানান, নতুন বছরে মামলার রায় হবে, তখন নম্রভঙ্গিতে নড করেন অভিযুক্ত অভিনেতা।

হরর মুভি উলফ ক্রিক ২০০৫ সালের মার্চে মুক্তি পায়, বক্স অফিস কাঁপিয়ে দেন জন জারাট, ছবিতে তিনি মিক টেইলর চরিত্রে অভিনয় করেন। অস্ট্রেলিয়ার একটি গ্রামের রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তিন ব্যক্তি ওই মিক টেইলরের সাহায্য নিতে যান, এরপরই শুরু হয় রোমহর্ষক সব ঘটনা। ১ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিলো ছবিটি বানাতে, আর আয়ের পরিমাণ ২৮ মিলিয়ন মার্কিন ডলার। পরিচালক ছিলেন জর্জ ম্যাকলিন। প্রযোজনাও করেছেন তিনি, সাথে যুগ্ম-প্রযোজক ছিলেন ডেভিড লাইটফুট।

বিশ্বখ্যাত অভিনেতা বেশ বিব্রত হয়েছেন এই মামলার কারণে, এটা বলার অপেক্ষা রাখে না। আদালতে যতোই শান্তভাব দেখান না কেনো; তিনিও জানেন অভিযোগ প্রমাণ হলে নতুন বছরটি তার জন্যে মোটেও সুখকর হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়