শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে এক সপ্তাহ ধরে নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ  উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ নভেম্বর )সকালে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সৈকত এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হানিফ (২৮)। তিনি এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। সূত্রে জানা যায়, সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের  নোয়াখালী পাড়া সৈকত এলাকায় মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়দের মাধ্যমে বিভিন্নস্থানে খবর নিয়ে মৃতদেহ পরিচয় সনাক্ত করা হয়। নিহতের স্বজনদের জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন হানিফ। তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হয়তো কোথাও বেড়াতে গেছে মনে করে থানায় জিডি করা হয়নি। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই বলে দাবি করেন তারা।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, লাশের বুকসহ কয়েকটি স্থানে গুলির চিহ্ন রয়েছে। উদ্ধার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়