শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৪:১৫ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভারপুলকে হারিয়ে নকআউটে যাওয়ার সম্ভাবনা পিএসজির

স্পোর্টস ডেস্ক : প্যারিসে বুধবার রাতে ‘সি’ গ্রুপে ২-১ গোলে জেতে টমাস টুখেলের দল। ঘরোয়া ফুটবলে দাপটের সঙ্গে এগিয়ে চলা পিএসজি ধুঁকছিল চ্যাম্পিয়ন্স লিগে। হারলেই ছিল ছিটকে পড়ার শঙ্কা। তবে দারুণ পারফরম্যান্সে লিভারপুলকে হারিয়ে নকআউট পর্বের আশা জাগিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। হুয়ান বের্নাতের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বিরতির ঠিক আগে ব্যবধান কমান জেমস মিলনার।

ম্যাচের শুরু থেকে লিভারপুলের রক্ষণকে কাঁপিয়ে দেওয়া পিএসজি সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে প্রায় ২৫ গজ দূর থেকে আনহেল দি মারিয়ার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক আলিসন। গোলের জন্য তাদের অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি। ১৩ মিনিটের মাথায় ডি-বক্সে জটলার মধ্যে আলগা বল পেয়ে একটু ভিতরে ঢুকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বের্নাত। গত রাউন্ডে নাপোলির মাঠে ১-১ ড্র ম্যাচেও দলের একমাত্র গোলটি করেছিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠা পিএসজি ৩৭তম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান এমবাপে। ওখানে এদিনসন কাভানির টোকা কোনোমতে পা দিয়ে ঠেকান আলিসন। কিন্তু বল চলে যায় নেইমারের পায়ে। অনায়াসে আসরে নিচের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে জেমস মিলনারের সফল স্পট কিকে ম্যাচে ফেরে লিভারপুল। ডি-বক্সে সাদিও মানেকে আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া ফাউল করলে পেনাল্টিটি পায় অতিথিরা।

বিরতির পর পিএসজির খেলায় গতি কমে আর সেই সুযোগে আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। তবে মোহামেদ সালাহ-রবের্তো ফিরমিনোরা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিলেন না। এরই মাঝে ৬৯তম মিনিটে দারুণ এক সুযোগ পায় স্বাগতিকরা। কর্নারে উড়ে আসা বলে মার্কিনিয়োসের অনেকটা লাফিয়ে নেওয়া জোরালো হেড দারুণ ক্ষিপ্রতায় ঠেকান আলিসন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নেইমারের ফ্রি-কিক ব্রাজিলিয়ান এই গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন। তবে শেষ পর্যন্ত সমতায় ফেরা আর হয়নি তাদের।

পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়