শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৯:১১ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ’লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা

যুগান্তর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল বুধবার। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীদের সঙ্গে এদিন প্রধান দুটি দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে বেশ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের ১৫ জন এবং ৩টি সংসদীয় আসনে বিএনপির ৩ জন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ : এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। এ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাহ আলম ও অধ্যাপক মামুন মাহমুদ।

মাগুরা-১ : এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান শিখর। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি। এ আসনে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান।

নেত্রকোনা-১ : এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মানু মজুমদার। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে দু’জন মনোনয়নপত্র জমা দিয়েছেন- মোশতাক আহমেদ রুহী ও এরশাদুর রহমান মিন্টু।

নেত্রকোনা-৪ : এ আসনে আওয়ামী লীগের প্রার্থী রেবেকা মমিন। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন শফি আহমেদ।

কুষ্টিয়া-২ : এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম। এ আসনে বিএনপির ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও ফরিদা ইয়াসমিন ছাড়াও জাতীয় পার্টির (জাফর) আহসান হাবিব লিংকনকে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

কুষ্টিয়া-৪ : এ আসন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য আবদুর রউফ। আওয়ামী লীগ থেকে এ আসনে মনোনয়ন পেয়েছে তরুণ প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

সুনামগঞ্জ-৪ : এ আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। আর মহাজোটের মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ।

হবিগঞ্জ-১ : এ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন না পেয়ে দুইজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বর্তমান এমপি জাতীয় পার্টির এমএ মুনিম চৌধুরী বাবু এবং হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের এমপি আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ আসনে আওয়ামী লীগ গাজী শাহনেওয়াজ মিলাদ এবং জাতীয় পার্টির পক্ষে আতিকুর রহমান আতিক দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন।

খুলনা-১ : আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এ আসনের সাবেক এমপি ননী গোপাল মণ্ডল।

বরিশাল-২ : এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন- ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেন ও ফাইয়াজুল হক রাজু। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহে আলম এবং বিএনপির প্রার্থী শহিদুল হক জামাল ও এস সরফুদ্দিন সান্টু।

ভোলা-১ : এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিজেপি (নাজিউর) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে গোলাম নবী আলমগীর।

পিরোজপুর-১ : এ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বিএনপির সরোয়ার হোসেন। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গোলাম হায়দার।

পিরোজপুর-৩ : এ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী জাতীয় পাটির রুস্তুম আলী ফরাজি এবং বিএনপির রুহুল আমীন দুলাল ও শাহজাহান মিলন। আর আওয়ামী লীগের বিদ্রোহী হয়েছেন ৩ জন- আশরাফুর রহমান, ডা. আনোয়ার হোসেন, এম নজরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়