শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে নয় সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এম এ হাকিম ভূঁইয়া, আড়াইহাজার: নারায়ণগঞ্জ-২ আসন, আড়াইহাজারে বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য নয় প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে কেউ নারায়ণগঞ্জ রিটানিং অফিসার (ডিসি) রাব্বী মিয়ার কার্যালয়ে কেউ আড়াইহাজারে সহকারি রিটানিং অফিসার ও ইউএনও সুরাইয়া খানের কার্যালয়ে হলফনামা সহ মনোনয়নপত্র দাখিল করেন।

স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এককপ্রার্থী ও বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু। তিনি ভাজবী এলাকার মৃত শহীদুল রহমানের ছেলে। বিএনপির পক্ষ থেকে আড়াইহাজার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন। তিনি ইলুমদী এলাকার মৃত এম বদরুজ্জামান খসরুর ছেলে। কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি স্থানীয় পাঁচরুখী এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর।

তিনি ইলমুদী এলাকার মৃত আতিকুর রহমান ললুর ছেলে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে নাসির। তিনি ছোট মনোহরদী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে হাফিজুর রহমান। তিনি নতুন বান্টি এলাকার মিজানুর রহমানের ছেলে। জাতীয় পার্টির পক্ষ থেকে (জাপা) কেন্দ্রীয় যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন। তিনি স্থানীয় রামচন্দ্রী এলাকার মৃত ডা: সাদত আলী সিকদারের ছেলে। জাকের পার্টির পক্ষ থেকে মুরাদ হোসেন জামান। তিনি নারায়ণগঞ্জের মাইজদাইর এলাকার সুরুজ্জামানের ছেলে। বাংলাদেশ পাবলিকেন পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়। তিনি স্থানীয় বিশ্বনন্দী কড়ইতলা এলাকার মঙ্গল মিয়ার ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়