শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৩:৫৩ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার-২ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী বদল

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। এদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ঐক্য প্রক্রিয়ার নেতা,আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,সাবেক ডাকসু ভিপি ও সাবেক সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, বিকল্পধারার (মহাজোটের) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাবেক বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম এম শাহীন,আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন,জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন অ্যাডভোকেট মাহবুবুল আলম শামিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন হাফিজ মতিউর রহমান, ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মাওলানা আসলাম হোসেন রহমানী, ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মনোনয়ন জমা দেন প্রশান্ত দেব ছানা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল লাইছ এ সকল মনোনয়নপত্র জমা দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

সুলতান মোহাম্মদ মনসুর আহমদ মনোনয়ন জমার সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস,উপজেলা বিএনপির দুই অংশের সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ ও শওকতুল ইসলাম শকু,জেলা বিএনপির সদস্য বদরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাবেক সাংসদ এম এম শাহীনের মনোনয়ন জমার সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া পৌর মেয়র আলহাজ্ব শফিউল আলম ইউনুছ,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েলসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় বর্তমান সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সাথে শুধুমাত্র তাঁর স্বজন ছাড়া দলীয় কোন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি।

এছাড়াও মনোনয়ন জমা প্রদানের সময় বাকি প্রার্থীদের সাথে তাদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়