শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৩:৪৯ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় আবারও বিদ্রোহী প্রার্থী হলেন উপজেলা আ’ লীগের সভাপতি আব্দুল মতিন এমপি

স্বপন কুমার দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার -২ কুলাউড়া আসন থেকে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন কুলাউড়া উপজেলা আ লীগের সভাপতি আব্দুল মতিন এমপি। আব্দুল মতিন এ আসনের বর্তমান সাংসদ। বুধবার সহকারি রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষদিন বুধবার বেলা ৩টার দিকে তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন। এতে দলীয় নেতাকর্মীরা ক্ষুব্দ হয়। এক পর্যায়ে কর্মিদের হাতে লাঞ্চিত হয়ে বেরিয়ে যান। শেষে বিকেল পৌনে ৫টায় দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকালে তাঁর সাথে আওয়ামী লীগের কোন দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ২০০৮ সালের মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম সাংবাদিকদের জানান, তিনি সুলতান মো. মনসুরকে বিজয়ী করতে এ চক্রান্ত করেছেন। ইতিপূর্বে ২০১৪ সালের নির্বাচনেও দলের সাথে বেঈমানী করেছেন। দলের সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।

এব্যাপারে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু জানান, যদি কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হয়। কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাকে এবার দল থেকে চিরতরে বহিষ্কার। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমার পর সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করে এমপি মতিন বলেন, আপনারা শুধু বাঁকা প্রশ্ন করেন, আপনাদের সাথে কোন কথাই বলবো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়