শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০২:১২ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাব্রিয়েলের শূন্যস্থান পূরণ করা কঠিন: ওয়ারিকান

স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সামনে আবার বাংলাদেশের কাছে সিরিজ হারের শঙ্কা। তবে বুধবার (২৮ নভেম্বর) অনুশীলনের আগে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকান বললেন, এর মধ্যেই নিজেদের গুছিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পরের টেস্ট জিতেই তারা সিরিজে সমতা ফেরাতে চায়। আগামী ৩০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-উইন্ডিজ।

চট্টগ্রাম টেস্টে ৬৪ রানে হারের পর পিঠ দেয়ালে ঠেকে গেছে ওয়েস্ট ইন্ডিজের। পরের টেস্টে জয়ের কোনো বিকল্প নেই তাদের। ওয়ারিকানও সেটি স্বীকার করলেন, ‘সত্যি কথা হচ্ছে দল হিসেবে আমাদের নিজেদের ওপর একটা বিশ্বাস আছে। আমরা জানি, এখন জয় ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। একটা জয় দিয়ে সিরিজ শেষ করতে পারলে সেটা হবে আমাদের জন্য বড় একটা পাওয়া। আমরা একত্রিত হয়ে কথা বলেছি, দল হিসেবে আরও ভালোভাবে ফেরার জন্য নিজেদের প্রস্তুত করছি। আশা করছি পরের ম্যাচটা আমরা জিততে পারব।’

তবে এই টেস্টে পেসার শ্যানন গ্যাব্রিয়েলকে পাচ্ছে না ক্যারিবিয়রা। ইমরুল কায়েসকে ধাক্কা দিয়ে ডিমেরিট পয়েন্ট পাওয়ায় মিরপুর টেস্টে নিষিদ্ধ গ্যাব্রিয়েল। ওয়ারিকানও মানছেন, গ্যাব্রিয়েলকে হারিয়ে ফেলাটা তাদের জন্য একটা ধাক্কা, ‘অবশ্যই এটা বড় একটা ধাক্কা। গ্যাব্রিয়েল আমাদের স্ট্রাইক বোলার, সম্ভবত সবচেয়ে দ্রুতগতির বোলারও। তার শূন্যস্থান পূরণ করাটা হবে আমাদের জন্য বেশ কঠিন। তবে আমাদের হাতে ভালো বিকল্প আছে, আশা করি আমরা তা পূরণ করতে পারব।’

বাংলাদেশ যে মিরপুরেও স্পিনের সুবিধা নেবে, সেটা মোটামুটি অনুমিতই। ওয়ারিকান সেটার জন্যও প্রস্তুত, ‘অবশ্যই আপনি যেখানেই যাবেন পরিস্থিতি তো আলাদাই হবে। দেশে আমাদের পেস আর বাউন্স অনেক বেশি। আর বাংলাদেশে স্পিনটা বেশি। আলাদা আলাদা কন্ডিশনে আলাদা দল হিসেবে আপনাকে প্রস্তুতি নিতে হবে অনেক বেশি। মিরপুরের উইকেটে অবশ্যই টার্ন থাকবে, আপনাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। সবাই ঘরের মাঠের সুবিধা আদায় করার চেষ্টা করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়