Skip to main content

রোবোটিক্স শিল্পে ১৫ কোটি ডলারের বিনিয়োগ করবে গিক

নূর মাজিদ : রোবোটিক্স শিল্পের বিকাশে ১৫ কোটি ডলারের তহবিল সংগ্রহ করে চীনা প্রযুক্তি কো¤পানি গিক প্লাস। মূলত প্রযুক্তির বিকাশের মাধ্যমে রোবট তৈরির উন্নত উৎপাদন ও সরবরাহ কেন্দ্র স্থাপনে এই বিনিয়োগ করা হবে। প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন গিগাবাইট জানায়, সাম্প্রতিক সময়ে কোন রোবোটিক লজিস্টিক সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটাই সর্ববৃহৎ সিরিজ বি বিনিয়োগের উদ্যোগ। এই ধরণের বিনিয়োগকে রোবোটিক্স শিল্পে সিরিজ বি বিনিয়োগ বলেই অবহিত করা হয়। ওয়্যারবর্গ পিকনাস এবং অন্যান্য রোবোটিক্স শিল্পের বিনিয়োগকারীদের সমর্থন পাওয়ার পরেই এই তহবিল সংগ্রহে সমর্থ হয়েছে গিক প্লাস। পেমেন্টস ডট কম এই চীনা কো¤পানিটি রোবট তৈরির পাশাপাশি কৃত্তিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংগস এবং ক্লাউড ক¤িপউটিং ব্যবস্থা তৈরিতে নিয়োজিত। এছাড়াও তারা রোবোটিক্স এবং ক্লাউড ক¤িপউটিং শিল্পের বৃহৎ সরবরাহ সেবা প্রদানকারী কো¤পানি হিসেবেই খ্যাত।

অন্যান্য সংবাদ