শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০১:৫৭ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় শিল্পপতি আজিম প্রেমজিকে সর্বোচ্চ সম্মাননা দেবে ফ্রান্স

নূর মাজিদ : তথ্য প্রযুক্তিখাতের জারখ্যাত ভারতীয় শিল্পপতি আজিম প্রেমজিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা লিজিয়ন ডি অনারে ভূষিত করার সুপারিশ করেছে ফরাসি সরকার। এটি ফ্রান্সের বেসামরিক নাগরিকদের দেয়া শীর্ষ রাষ্ট্রীয় পদক। টাইমস অব ইন্ডিয়া জানায়, চলতি মাসের শেষেই আজিম প্রেমজিকে এই পদক দেয়া হতে পারে। ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত আলেক্সান্ডার জিগলার প্রেমজির হাতে এই পদক তুলে দেবেন। টাইমস অব ইন্ডিয়া

ফরাসি সরকার জানায়, ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ, ফ্রান্সে তার অর্থনৈতিক কার্যক্রম এবং সমাজকল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকার তাকে এই সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে, আজিম প্রেমজি ফাউন্ডেশন এবং তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ রাখছে বলে জানায় ফরাসি সরকার।

ইতোপূর্বে বাংলাভাষী অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এবং বলিউড মেগাস্টার শাহরুখ খানকে এই সম্মাননা দিয়েছে ফরাসি সরকার। আগামী ২৮-২৯ নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় প্রযুক্তি সম্মেলনে অংশ নেবেন ফরাসি রাষ্ট্রদূত জিগলার। ওই সম্মেলনে অংশ নিয়ে তিনি ভারত এবং ফ্রান্সের প্রযুক্তি কো¤পানিগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়