শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস্তবসম্মত, নাকি ভোটারদের আকর্ষণই মূল লক্ষ্য !

সৌরভ নূর : অনেকটা রাজনৈতিক কৌশল হিসেবেই সমৃদ্ধ অর্থনীতির ঘোষণা দেয় দলগুলো। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়নে ইশতেহারে থাকে না সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা। এবারো দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে থাকছে এমন প্রতিশ্রুতি। সঙ্গে থাকছে সুশাসন নিশ্চিত করার কথাও।

কিন্তু দলগুলোর নির্বাচনী ইশতেহারে দেয়া এসব প্রতিশ্রুতি কতোটুকু বাস্তবসম্মত, নাকি ভোটারদের আকর্ষণই মূল লক্ষ্য? এ প্রশ্নের জবাবে, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘যে যতো অলঙ্কার যুক্ত করে দ্যুতি ছড়াতে পারেন, সেটাও একটা প্রতিযোগিতা। কিন্তু অর্থনীতির বিষয়টা সেভাবে সন্নিবেশিত হয় না’। সূত্র: ডিবিসি নিউজ

আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক জানান, এ নির্বাচনে আওয়ামী লীগের প্রধান দিক থাকবে অর্জিত প্রবৃদ্ধিকে আরো বাড়ানো। দারিদ্রতাকে আরো কমিয়ে আনার চেষ্টা করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বলেছেন, উন্নয়নের ফল বাংলাদেশের নাগরিকদের ভোগ করবে। কল্যাণকর রাষ্ট্র হিসেবে জনগণের কাছে সকল সুবিধা পৌঁছে দেয়াই হবে আমাদের লক্ষ্য।

তবে যে দলই ক্ষমতায় আসুক তাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিনিয়োগ, কর্মসংস্থানের দিকে আলাদা নজর দেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, ‘বেসরকারি খাতের বিনিয়োগ গত প্রায় এক দশক ধরে জাতীয় উৎপাদনের আনুপাতিক হাতে মোটামুটি স্থির হয়ে আছে। এ ক্ষেত্রে যে সব প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করার জন্য কী ধরনের পরিকল্পনা নেয়া হবে তার একটা ইঙ্গিত ইশতেহারে থাকা উচিৎ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়