Skip to main content

ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে বোমা

আক্তারুজ্জামান : গ্রিসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শুরু হওয়ার আগে আয়াক্স ও এইকে আথেন্স ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। ওই ম্যাচ শুরুর আগেই মাঠে বোমা বিস্ফোরণ হয়েছিল। ঠিক কিক-অফের আগেই গ্রিসের অলিম্পিক্স স্টেডিয়ামের মধ্যে পেট্রোল বোমা বিস্ফোরণ হয়। আয়াক্স সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। অশান্তি থামাতে পুলিশও নামাতে হয়। দুই ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকেরা। এমনকী, দু’দলের ফুটবলারদের মধ্যে কেউ কেউ সমর্থকদের শান্ত থাকার আবেদন জানাতে মাঠে নেমে পড়েছিলেন। শেষ পর্যন্ত পুলিশ ম্যাচ শুরু হওয়ার আগে অশান্তি থামায়। তাই সংঘর্ষের ম্যাচে কোনও প্রভাব পড়েনি। তবে বিরতিতে স্টেডিয়ামে প্রচুর বাজি ফাটতে দেখা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ম্যাচে ২-০ জেতে আয়াক্স। বিবিসি