শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ১১:৫০ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে আবারো ১ নম্বরে রাবাদা

স্পোর্টস ডেস্ক : আইসিসির প্রকাশিত টেস্ট বোলার র‌্যাংকিংয়ে আবারো এক নাম্বার জায়গাটি দখলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। শীর্ষে উঠতে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে পেছনে ফেলেছেন তিনি।

গত আগস্টে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৪৩ রানে ৯ উইকেট নেয়ার পর টেস্ট বোলার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন অ্যান্ডারসন। তিনি ১০ শতাংশ পয়েন্ট হারিয়ে চলে গেছেন দুই নাম্বারে।

এদিকে, দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ইনিংস জয়ের নায়ক ইয়াসির শাহ ঢুকে গেছেন টেস্ট বোলার র‌্যাংকিংয়ের সেরা দশে। দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। নিউজিল্যান্ডের নিল ওয়েগনার তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৩ নাম্বারে।

কলম্বো টেস্টে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছেন জনি বেয়ারস্টো। ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এখন ১৬তম অবস্থানে। দুবাই টেস্টে ৮১ রানের ইনিংস খেলা আজহার আলি তিন ধাপ এগিয়ে উঠেছেন ১২ নাম্বারে। আর কলম্বোতে ৮৬ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ঢুকে গেছেন সেরা বিশে (২০তম )।

কলম্বো টেস্টে ব্যাট হাতে ৯৯ রান আর বল হাতে ৪ উইকেট নেয়া বেন স্টোকস অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চম অবস্থানে। এই তালিকায় এক নাম্বারে যথারীতি বাংলাদেশের সাকিব আল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়