Skip to main content

ঠাকুরগাঁওয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রমেশ চন্দ্র সেন

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন । বুধবার সকাল সাড়ে ১১টায় উৎসব মুখর পরিবেশে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের বহর নিয়ে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কেএম কামুজ্জামান সেলিমের হাতে মনোনয়ন পত্র জমা দেন । এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।