Skip to main content

দলের বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়াতেই বেশি পছন্দ

আবু সুফিয়ান শুভ: বাংলাদেশ জাতীয় টেস্ট দলের এক নির্ভরযোগ্য ব্যাটসম্যান হলো মুমিনুল। বাংলাদেশের অনেক বিপর্যয় ম্যাচে দলকে টেনে তুলে নিয়ে গেছেন অনেক দূর ।তার নামের পাশে আছে অনেক রেকর্ড। জাতীয় দলে এসেই চাপ মানিয়ে নেয়ার মানসিকতা নিজের ভেতর স্থাপন করে নিয়েছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে আটটি শতক হাঁকানো মুমিনুল। দলের বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়াতেই বেশী পছন্দ করেন তিনি। 'আসলে যেভাবে বলছেন আমি আসলে এভাবে চিন্তা ভাবনা করিনি কোনো সময়। প্রথমে জাতীয় দলে যখন খেলতে আসি মাথায় এভাবেই নিয়েছিলাম ক্রিকেট খেলতে হলে চাপ থাকবে, চাপটা মানিয়ে খেলতে হবে,'মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের বলেছিলেন মুমিনুল। 'চাপ থাকলে আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলা যায়, খেলার মধ্যে থাকা যায় বা দলের জন্য কিছু করা যায়,' যোগ করেছেন তিনি। শেষ কয়েকটি টেস্ট ম্যাচে চাপে ভালো খেলার নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে তার ১৬১ রানের ইনিংসটি ছিল চাপে ভালো খেলার উৎকৃষ্ট উদাহরণ। যেখানে ২৬ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও চাপের মধ্যেই শতক হাঁকিয়েছিলেন ২৭ বছর বয়সী মুমিনুল। ১ রানে এক উইকেট হারানো বাংলাদেশকে গড়ে দিয়েছিলেন ভিত। নিজে খেলেছিলেন ১২০ রানের অনবদ্য ইনিংস।