শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ১১:০৪ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০, আটক ১৫

দৈনিক আমাদের সময় : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে আটক করেছে। বুধবার দুপুরে টঙ্গীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার সঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি রিপন মল্লিকের পূর্ব থেকে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। বুধবার দুপুর ১২টায় মিজানুর বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে টঙ্গীবাড়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়পত্র জমা দিতে যান।

এ সময় রিপন মল্লিকের সমর্থকদের সঙ্গে মিজানুরের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কিছু সময় দু’পক্ষের সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষ চলার সময় বেশকিছু ককটেল বিস্ফোরণ ও বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়। এতে পুলিশের দুই সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

আহতদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বাজার এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মোল্লা ও বেতকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিগ্যান শিকদারকে আটক করেন। এ ছাড়া অন্যান্য আটককৃতরা হলেন-শাহাদাত, আমির হোসেন, সানি, বিপ্লব, আলামিন, জনি, এরশাদ, মিজানুর, শহীদ। এ ছাড়াও দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বলেন, দু’গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে।’-

  • সর্বশেষ
  • জনপ্রিয়