Skip to main content

বান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে মনোনয়নপত্র জমা দিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মনোনিতসহ এক স্বতন্ত্র প্রার্থী। বুধবার ও গত মঙ্গলবার বান্দরবান জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক দাউদুল ইসলামের কাছে তারা স্বশরীরে নির্ধারিত সময়ের মধ্যে এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় স্ব স্ব প্রার্থীর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, বিএনপির প্রার্থী সাচিপ্রু জেরী, স্বতন্ত্র প্রার্থী ডনাই প্রু নেলী ও ইসলামী আন্দোলনের মাওলানা মুফতি শওকতুল ইসলাম। প্রসঙ্গত; জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকায় সর্বমোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৯৩ জন। তারমধ্যে ১ লাখ ১৮ হাজার ২শ’ ৯৪ জন নারী এবং ১ লাখ ২৯ হাজার ১শ’ ৯৯ জন পুরুষ ভোটার রয়েছে। বান্দরবান জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক দাউদুল ইসলাম ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা দানের সত্যতা নিশ্চিত করেন।