শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০৮:৫১ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় বাস চাঁপায় আহত পুলিশের এসআই কবিরের মৃত্যু

আমিনুল ইসলাম, আশুলিয়া : বাস চাঁপায় আহত হয়ে মৃত্যুর সাথে ৬দিন পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন। তিনি বুধবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকল কার্যক্রম সম্পন্ন করে তার মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জে নিয়ে যান স্বজনরা।

এসআই কবির হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার সুখতাইল গ্রামের মৃত. আবদুল মান্নান হোসেনের ছেলে এবং সে গেল বছরের ১ নভেম্বর আশুলিয়া থানায় যোগদান করেছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুল হক ডাবলু এসআই কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা মরদেহ দেখতে যান। পরে তার পরিবারের কাছে কবির হোসেনের মরদেহ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় দ্রুতগামী একটি বাস তাকে চাঁপা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় এসআই কবির হোসেনকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিভির পর্যবেক্ষণে (আইসিঅইউ)’তে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়