শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০৫:১৮ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোতে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে ‘এইচ’ গ্রুপে ভালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় জুভেন্টাস। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোতে উঠে যায় স্বাগতিকরা।

গ্রুপের আরেক ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ করা সময়ে মারোয়ান ফেলাইনির গোলে ইয়াং বয়েজকে ১-০ ব্যবধানে হারানো ম্যানচেস্টার ইউনাইটড ১০ পয়েন্ট নিয়ে সেরা ষোলোয় জুভেন্টাসের সঙ্গী হয়েছে।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদো, পাওলো দিবালা ও মানজুকিচরা। ২৪তম মিনিটে আলেক্স সান্দ্রোর লক্ষ্যভ্রষ্ট শটের দুই মিনিট পর ডি-বক্সে মিরালেম পিয়ানিচ কড়া ট্যাকলের শিকার হলে পেনাল্টির আবেদন করে জুভেন্টাস। তবে সাড়া দেননি রেফারি।

৫৯তম মিনিটে পাওয়া প্রথম ভালো সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় জুভেন্টাস। সতীর্থের ছোট করে বাড়ানো বল ধরে রোনালদোর আড়াআড়ি ক্রসে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন মানজুকিচ।

‘ই’ গ্রুপ থেকে সেরা ষোলো নিশ্চিত হয়ে গেছে বায়ার্ন মিউনিখ ও আয়াক্সের। মঙ্গলবার আলিয়াঞ্জ অ্যারেনায় আরিয়েন রবেন ও রবের্ত লেভানদফস্কির জোড়া গোলে ৫-১ ব্যবধানে বেনফিকাকে হারানো বায়ার্ন ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এইকে অ্যাথেন্সের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা আয়াক্স ১১ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

জার্মান ক্লাব হফেনহাইমের মাঠে ৩-২ গোলে জেতা ইউক্রেনের শাখতার দোনেৎস্ক ৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। হফেনহাইমের পয়েন্ট ৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়