শিরোনাম
◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ  ◈ টেকনাফে আরো ৬ জনকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার যদি নার্ভাস হয় নির্বাচন সুষ্ঠু না হওয়ারই সম্ভাবনা বেশি : আনু মুহাম্মদ

গাজী খায়রুল আলম : অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে আগামী নির্বাচন হবে। বিরোধী দলও নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। সুতরাং নির্বাচন হবে আশা করা যায়। তবে নির্বাচন কেমন হবে সেটাতো আর আগেই বলা যাচ্ছে না। সুষ্ঠু হবে নাকি অসুষ্ঠু হবে তা অনেক খানি নির্ভর করবে সরকারের উপর। সরকার যদি নার্ভাস হয় বা সরকার যদি নিজেদের বিজয় সম্পর্কে আতঙ্ক থাকে অথবা নির্বাচন সুষ্ঠু হলে জয়ী হবে কিনা এই আস্থাবোধ না থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু নাহওয়ারই সম্ভাবনা বেশি।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, যতো বেশি সরকার আতঙ্কে থাকবে ততবেশি নির্বচন নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে। যত বেশি আস্থাবোধ হারাবে ততবেশি নির্বাচন প্রক্রিয়ার প্রতিষ্ঠাণগুলোবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে। আথবা নির্বাচনের আনিয়মের পথে হাটবে। তাই আমরা আশা করবো সরকার যেন আতঙ্কিত না হয়ে। দেশে যেন একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হয়। একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়। নির্বাচনে বড় দুইটি দলেই তাদের প্রার্থী দিয়েছে।

আনু মুহাম্মদ বলেন, আওয়ামী লীগের প্রার্থী দেখলাম। সেখানে শেয়ার মার্কেট ধ্বসের মূল নায়ক, মাদক সম্রাটের প্রতিনিধি, ব্যাংক লুণ্ঠণকারী, যারা শেয়ার বাজার থেকে বিপুল আর্থ প্রাচার করেছে, খেলাপি ঋণ যারা নিয়েছে। তারা সবাই সংসদে যাওয়অর প্রস্তুতি নিচ্ছে। তারা সংসদে যাওয়া মানে আবারও দেশে আগের মতোই প্রতিনিধিত্বমূলক কার্যকলাপ হওয়া। সংসদ প্রতিনিধিত্বমূলক হওয়া। তাই আমরা চাই জাতীয় সংসদে এমন নির্বাচিত সাংসদ যাবে , যারা দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়