শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে রোমার ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে জয় তুলে নিয়েছে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ২-০ গোলের জয় তুলে লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে সান্তিয়াগো সোলারির দল।

রোমার মাঠে এই ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কেউ। ঘরের মাঠে শুরুটা বেশ ভালোই ছিল রোমার। তবে বিরতির পর মাঠে নেমে চমক দেখায় রিয়াল। ৪৭ মিনিটে গোল করে ১-০ তে দলকে এগিয়ে নেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। এরপর ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান লুকাস ভাসকেজ। ম্যাচের বাকি সময় লড়াই চালিয়েও আর গোল পায়নি রোমা। তাতেই ২-০ ব্যবধানে জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এই নিয়ে ৫ ম্যাচের ৪ জয় ও ১টি হারে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’ এর শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩টি জয় ও ২টি ম্যাচ হেরে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রোমা।

এর আগে গ্রুপের অন্য ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনের কাছে ২-১ গোলে হারে সিএসকেএ মস্কো। তাতেই অবশ্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছিল রিয়াল মাদ্রিদ ও রোমার।

পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে আছে ভিক্টোরিয়া প্লজেন আছে টেবিলের তিনে। আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের চারে আছে সিএসকেএ মস্কো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়