শিরোনাম

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ব্যক্তি মালিকানাধীন কোম্পানির পরিধি নিয়ন্ত্রণে রাখতে হবে : ড. সালেহউদ্দিন আহমেদ

তানজিনা তানিন : এক ব্যক্তি মালিকানাধীন কোম্পানি গঠনের অনুমোদন নতুন উদ্যোক্তাদের পথ প্রসারিত করবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোম্পানির পরিধি যেন বেশি বড় হয়ে না যায়, সেদিকে নিয়ন্ত্রণ থাকতে হবে। বিশ্বের সব দেশে এক ব্যক্তি মালকানাধীন কোম্পানি রয়েছে। আমাদের মন্ত্রিসভাও এই সিস্টেমের অনুমোদন দিয়েছে। উদ্যোক্তাদের নতুন সৃজনশীলতাকে কাজে লাগানোর ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরি হবে। তবে বিদেশি বাজারের মতো আমাদের বাজার বিস্তৃত নয়, অনেক প্রতিযোগিতামূলক। তাই খেয়াল রাখতে হবে কোম্পানি যেন বিস্তৃত পরিসরে না পৌঁছে। কারণ, একটি কোম্পানি যদি বিভিন্ন পণ্য নিয়ে কাজ করে, তাহলে বড় কোম্পানিগুলো হুমকির মুখে পড়বে। একতরফা ব্যবসার সুযোগ দেয়া যাবে না। নির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে এর নিয়ন্ত্রণ করতে হবে। সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়