শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০৩:৫৯ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুতো নিন, ভোট দিন!

দেবদুলাল মুন্না: দেশের পাশাপাশি ভারতেও চলছে নির্বাচনী আমেজ। এক্ষেত্রে নির্বাচন কমিশন ভারতে বেশ তৎপর। ভোট দিলে লটারির মাধ্যমে মোটরসাইকেল, স্মার্টফোন উপহার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে প্রার্থীরাও ছুটছেন ভোটারদের কাছে। ভোট পেতে নানা আশ্বাস দিচ্ছেন। এরই মধ্যে অভিনব কায়দায় ভোট চেয়ে আলোচনায় এসেছেন তেলেঙ্গনার এক নারী প্রার্থী।সূত্র জি নিউজ ও নিউজ টুয়েন্টিফোর।

প্রার্থীর নাম আকুলা হনুমন্থ ।তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তেলেঙ্গনায় বিধানসভা নির্বাচনে।

তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জুতো বিলি করছেন। না, শুধু পরার জন্য নয়, জয়ী হয়ে ভোটারদের আশা-আকাঙক্ষা পূরণে ব্যর্থ হলে সেই জুতো দিয়ে যেন তাকে পেটানো হয়- এমন কথাই বলছেন নামের ওই স্বতন্ত্র প্রার্থী।

বিষয়টি নজিরবিহীন হওয়ায় এরইমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আকুলা। আগামী ৭ ডিসেম্বর নির্বাচন হচ্ছে।

আকুলা শুধু জুতাই নয়, ভোটারদের হাতে নিজের একটি আগাম পদত্যাগপত্রও দিয়ে রাখছেন আকুলা। উদ্দেশ্য একই, যাতে তার কাজ পছন্দ না হলে ভোটাররাই তার পদ কেড়ে নিতে পারেন।

তবে ভোটাররা আকুলাকে জুতাপেটা করার সুযোগ পাবেন কি না, তা অবশ্য সময়ই বলবে। কোরুটলা নামে যে কেন্দ্র থেকে তিনি লড়ছেন, সেখানকার বর্তমান বিধায়ক টিআরএস-এর কে বিদ্যাসাগর রাও। পর পর তিন বার ওই বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ফলে আকুলার লড়াই অতটা সহজ নয়।তবে ইতোমধ্যে আকুলা অনেক ভোটারের মন জয় করেছেন এটি সত্য কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়