শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০৮:৩১ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলিকপ্টারে এসে আল্লাহর কাছে বিচার দিয়ে গেলেন জাপা মহাসচিব

জাগো নিউজ : জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হেলিকপ্টারযোগে পটুয়াখালী এলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত হেলিপ্যাডে এসে নামেন তিনি। এ সময় তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরীর কক্ষে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন।

২০১৪ সালে পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে রুহুল আমিন হাওলাদার এমপি নির্বাচিত হন। ওই সময় আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান মিয়া তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে এ বছর আওয়ামী লীগ থেকে শাহজাহান মিয়াকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে। এরপরও জোটগতভাবে পটুয়াখালী-১ আসন থেকে রুহুল আমিন হাওলাদার নির্বাচন করতে যাচ্ছেন।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদারের সঙ্গে তার দেখা হয়নি। তাই আজ তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন রুহুল আমিন হাওলাদার। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে যেসব সংবাদ প্রচার করা হচ্ছে সময় স্বল্পতার কারণে সেসব গণমাধ্যমে বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না বলেও জানান তিনি। তবে এসব অপপ্রচারের জন্য আল্লাহর কাছে তিনি বিচার দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়