শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০৫:২৯ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যু অবধারিত বলে জীবন ভীষণ আকর্ষণীয়

সুজিত মোস্তফা : জীবন ভীষণ আকর্ষণীয়। কারণ মৃত্যু অবধারিত। আরো বেশি আকর্ষণীয় কারণ সেই মৃত্যুর নির্ধারণ করা কোনো সময়সীমা নেই। যে কাউকে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। তাই ক্রমাগত মৃত্যু চিন্তা অনর্থক। বারংবার মৃত্যুর চেয়ে একবার মরাই উত্তম। অতীত নিয়ে দুঃখ একদমই অর্থহীন কারণ অতীত ফিরে আসে না, কোনো সংশোধনেরও কোনোই উপায় থাকে না।
ভবিষ্যৎ নিয়েও ভাবনায় ভাবনায় জর্জরিত হওয়ার মানে নেই কারণ ভবিষ্যতে কি ঘটবে আগাম বলা অসম্ভব।
ভবিষ্যতের জন্য নির্ধারিত লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্যে অবিচল এবং ক্রিয়াশীল থাকতে হবে কিন্তু কি ঘটবে শেষ পর্যন্ত কেউ জানে না। বরং বর্তমান নিয়ে আনন্দে থাকা শ্রেয়তর। চৎবংবহঃ শব্দের দুটো অর্থ, বর্তমান এবং উপহার। অতএব এই উপহারটি অক্লেশে গ্রহণ করে প্রাণভরে এর স্বাদ নেয়াই উত্তম।
সুখকে সমৃদ্ধির সাথে মেলানো আরেক মূর্খতা। অর্থনৈতিক বা বৈষয়িক প্রবৃদ্ধি নিরাপত্তা এবং ভোগের ক্ষমতা বাড়ায় কিন্তু সুখি হওয়া একান্তই মনের ব্যাপার। সুখি হতে হলে আপনার নিজেকে সুখি ভাবা শিখতে হবে। অভাব অফুরন্ত কিন্তু সম্পদ সসীম। অতএব সম্পদ বা অর্থের অপরিমিত প্রাচুর্য আপনাকে সুখি নাও করতে পারে।
খালি উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে দেখুন আপনি কতো অসংখ্য মানুষের তুলনায় কতো ভালো আছেন। নিজের পায়ে হাঁটছেন, নিজের চোখে দেখছেন, একবাটি মাংস খেয়ে হজমও করে ফেলছেন, কতো মানুষের এই সামর্থগুলো নেই ভেবে দেখেছেন? শুধু অন্যের কাছ থেকে সুখ বা আনন্দ প্রত্যাশা না করে দিতে শিখুন। দিতে পারার মতো বড় আনন্দ আর কিছুতেই নেই। কিছু ভাবনা শেয়ার করলাম, এর কিছু আপন অভিজ্ঞতালব্ধ, কিছু গুণীজনের মুখে শোনা। হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়