শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনার মুখে ওয়াজ-মাহফিলের বিধিমালা সহজ করলো ইসি

ডেস্ক রিপোর্ট : বিভিন্ন মহলের সমালোচনার মুখে নির্বাচনকালীন সময়ে ওয়াজ-মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের বিধি নিষেধ সহজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বা তার প্রতিনিধির অনুমতি নেয়া এবং এসব অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে সোমবার রাতে সকল রিটার্নিং কর্মকর্তা, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারসহ মাঠ প্রশাসনকে এ নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, ইতোপূর্বে বিধিনিষেধ আরোপ করায় কোনো কোনো মহল থেকে সমালোচনা করা পরিপ্রেক্ষিতে শর্ত সহজ করে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

ইসির এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলের বিষয়ে একটি মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের ফলে নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি, সামাজিক বিশৃঙখলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকে। প্রকৃতপক্ষে ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলের বিষয়ে নির্বাচন কমিশন কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। আগেই অনুমোদন নেয়া অনুষ্ঠান আয়োজনে বাঁধা নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে জানিয়ে বলা হয়েছে, এসব অনুষ্ঠানের বিষয়ে স্থানিয় পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে এবং কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের বক্তব্য দেয়া যাবে না। আচরণ বিধি প্রতিপালনের বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

তবে, এর আগে আচরণবিধি প্রতিপালনে এ সংক্রান্ত নির্দেশনায় এসব অনুষ্ঠানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি উল্লেখ করা হলেও সোমবারের নির্দেশনায় সে বিষয়ে কিছু বলা হয়নি।

এছাড়া অনুমোদন নিয়ে আয়োজন করা ধর্মীয় অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা করতে প্রশাসন ও পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে ওই চিঠিতে।

এর আগে ২০ নভেম্বর এ সংক্রান্ত বিধি নিষেধ দিয়ে চিঠি ইস্যু করে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়