শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষিতেও বাড়ছে খেলাপি ঋণ

আদম মালেক : কৃষি খাতে কমেছে ঋণ বিতরণ। তবে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। এ খাতে খেলাপি বা মন্দ ঋণের পরিমাণ এখন ৬ হাজার ৮৬২ কোটি টাকা যার প্রায় ৯৫ শতাংশ রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলোর। গেল বছর এ সময় খেলাপি ঋণ ছিল ৬ হাজার ৪৬৮ কোটি ৮৮ লাখ টাকা। ১ বছরে বেড়েছে ৩৯৫ কোটি ১২ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ কৃষি ঋণ বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ জানায়, ৬ হাজার ৮৬২ কোটি টাকা খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ৬ হাজার ৫৩৯ কোটি ২০ লাখ টাকা। বিদেশী ও বেসরকারী ব্যাংকগুলোর মাত্র ৩২২ কোটি ৮০ লাখ টাকা। এই সময় মোট বকেয়া ৩৯ হাজার ৩৮২ কোটি ৯৬ লাখ টাকা। বর্তমান খেলাপি এই বকেয়ার ১৭ দশমিক ৪২ শতাংশ যা ১ বছরের তুলনায় দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। ১ বছর আগে খেলাপি ছিল ১৬ দশমিক ৪৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ সূত্র আরও জানায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ৪০৬ কোটি ১৩ লাখ টাকা, বেসিক ব্যাংকের ৪৫ কোটি ৮৩ লাখ, বিডিবিএল এর ১ কোটি ৪০ লাখ,কৃষি ব্যাংকের ২ হাজার ৩১৫ কোটি ৪৭ লাখ, জনতা ব্যাংকের ৫৩৭ কোটি ১৮ লাখ টাকা।
চলতি অর্থ বছরের প্রথম চার মাসে(জুলাই-সেপ্টেম্বর) বকেয়ার পরিমাণ ৩৯ হাজার ৩৮২ কোটি ৯৬ লাখ টাকা। গেল বছরের এ সময়ে বকেয়া ছিল ৩৯ হাজার ২২২ কোটি ৪ লাখ টাকা। ১ বছরে বকেয়া বেড়েছে ১৬০ কোটি ৯২ লাখ টাকা।

সম্পাদনা- বিশ্বজিৎ দত্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়