শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০১:১২ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে স্পিকারের আহ্বান

আসাদুজ্জামান সম্রাট : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভিশন আজ দৃশ্যমান। এ উন্নয়ন সুবিধা ভোগ করছে বাংলাদেশের জনগণ। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এ সময়ে তিনি পীরগঞ্জবাসীকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মঙ্গলবার ২৪-রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর মনোনয়নপত্র জমাদান পরবর্তী আওয়ামী লীগের কার্যালয়ে এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্পিকার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি এবং তাঁর নিজের জন্য একটি মনোনয়ন পত্রসহ মোট ০২টি দলীয় মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র গ্রহণ করেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার টি. এম. এ মোমিন।

এর আগে স্পীকার বড় দরগাহ শাহ ইসমাইল গাজীর মাজার এবং ফতেহপুরে ড. ওয়াজেদ মিয়ার সমাধি জিয়ারত করে দোয়ায় শরিক হন।

এ সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ, এন আশিকুর রহমান এমপি, সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জের পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনিসহ রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়