শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারে মদ নিষিদ্ধে ক্ষেপেছে ব্রিটিশ ফুটবল ভক্তরা

রাশিদ রিয়াজ : ব্রিটিশ ফুটবল ভক্তদের হাঙ্গামার রেকর্ড দুনিয়া জোড়া। কাতারে ২০২২ সালে যে বিশ^কাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে মদ খেয়ে হৈ হুল্লোড় বা হাঙ্গামার সুযোগ না পেলে ব্রিটিশ ফুটবল ভক্তরা দেশটিতে যাবেই না বলে হুমকি দিয়েছে। তারা রীতিমত পরিকল্পনা করছে প্রয়োজনে তারা কাতার বিশ^কাপ ফুটবল বয়কট করবে। ডেইলি স্টার ইউকে
কাতারে মদ খেয়ে মাতলামি করা অপরাধ। ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসে দেশটির নাগরিকদের ভ্রমণ সতর্কতা হিসেবে নোটিশ দেওয়াই থাকে যে আরব রাষ্ট্রগুলোতে মদ খেয়ে মাতলামি নিষিদ্ধ। তো কাতারে বিশ^কাপ চলাকালে রাস্তায় কেউ মদ খেয়ে মাতলামি করলে তাকে গ্রেফতার করবে পুলিশ এবং জেলে যেতে হবে। এমনকি ই-সিগারেও নিষিদ্ধ কাতারে। এধরনের বিষয় ব্রিটিশ ফুটবল ভক্ত বিশেষ করে যারা থ্রি লায়ন্স সমর্থক বলে পরিচিত তাদের মাথায় ব্রজপাত ফেলে দিয়েছে। তাই তারা ইতিমধ্যে ইন্সটাগ্রামে কাতার বিশ^কাপ বয়কটের আহবান জানাতে শুরু করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ প্রশ্ন তুলেছেন, একটু পানই যদি না করা যায় তাহলে কাতার বিশ^কাপ ফুটবলে যেয়ে কি লাভ। আরেকজনের প্রশ্ন ওখানে কি আমরা পেপ্সি খেয়ে সেলিব্রেট করব। তৃতীয় জন বলেছেন, ইংল্যান্ড দলই জিতবে আগামী বিশ^কাপ ফুটবলে, আর তা যদি দেখতে কাতারে যেতে না পারি তাহলে তো পাগল হয়ে যাব।

এদিকে কাতারের বিভিন্ন হোটেল বার ও রেস্টুরেন্টে মদ পাওয়া যায়। এধরনের এক বারের ম্যানেজার বলেন, মদ খাওয়ার জন্যে কোনো বিদেশি নাগরিককে জেলে যেতে হয়েছে শুনিনি। কিন্তু তাই বলে মদ খেয়ে রাস্তায় হাঙ্গামা ও মাতলামি, কেউ তা কেন করবে বুঝতে পারছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়