শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসন, ইসিকে সর্বাত্মক সহায়তা করবে আ. লীগের লিয়াজোঁ কমিটি

আহমেদ জাফর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ লিয়াজোঁ কমিটির মূল কাজ হবে নির্বাচনে সঠিক প্রচারণা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। এছাড়া বিরোধী দলসহ যে কোন দল কোন প্রকার সহিংসতা বা জনগণের ক্ষতিমূলক কর্মকাণ্ডে যাতে অংশগ্রহণ করতে না পারে সেই বিষয়ে নজর রাখাসহ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা পুলিশ প্রশাসনসহ নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা প্রদান করবো বলে মন্তব্য করেছেন আ. লীগের লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটি সদস্যরা

মঙ্গলবার (২৭ নভেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে এ সংক্রান্ত আয়োজিত এক আলোচনায় সভায় ৪৬ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এসময় একথা বলন কমিটির সদস্যরা।

কেন্দ্রিক উপ-কমিটির কাজ সম্পর্কে বক্তারা বলেন, আমরা কাজ করবো জনগণকে সঙ্গে নিয়ে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা পুলিশ প্রশাসনসহ নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা প্রদান করব। ইতোমধ্যে আমাদের ৮টি বিভাগকে কেন্দ্র করে ৮ বিভাগ গঠিত হয়েছে এবং সবাইকে কাজ বুঝিয়ে দেয়া হয়েছে।

সবাই একাদশ জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আছে ও মনিটরিং বিষয়ে আলোচনা হয়। এবং আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনা এবং আওয়ামী লীগ ও তার শরিক দলসমূহের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার দিক নির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্জিত উন্নয়ন ও অন্যান্য অর্জনের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আওয়ামী লীগের নেতৃত্বে জোটকে আবারও ক্ষমতায় আনা দরকার। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জন সমূহ সম্বন্ধে আমরা সবাই  অবহিত।

এসময় আ. লীগের লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটি ঘোষণা করা হয়। উপ-কমিটিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান সহ উপ-কমিটির সদস্যরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়