শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার দেখা অস্ট্রেলিয়ার দলগুলোর মধ্যে এটাই দুর্বলতম: ভিভিএস লক্ষ্মণ

স্পোর্টস ডেস্ক: ১৯৯৬ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে খেলেছিলেন ভিভিএস লক্ষ্মণ। তারপর খেলেছেন অজস্রবার। কিন্তু, টিম পেনের দলের মতো এত দুর্বল অস্ট্রেলিয়াকে কখনও দেখেননি বলে মনে করছেন তিনি। আর সেজন্যই চার টেস্টের সিরিজের ফল ভারতের অনুকূলে যাবে বলে জানাচ্ছেন নির্দ্বিধায়।

শৈল্পিক হায়দরাবাদি বলেছেন, “১৯৯৯ সাল থেকে অস্ট্রেলিয়ায় খেলছি। তার আগে ১৯৯৬ সালে আমি অবশ্য ঘরের মাঠে ওদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলাম। তখন ওদের দলে কিংবদন্তিদের ভিড় ছিল। যারা শুধু ঘরের মাঠেই ম্যাচ জেতানোর ক্ষমতা ধরত, এমন নয়। অ্যাওয়ে ম্যাচেও জেতাত। ওরা কখনই সহজে হাল ছেড়ে দিত না। নিজেদের দক্ষতায় বিশ্বাস রাখত ওরা। এই অস্ট্রেলিয়া দলে যা দেখতে পাচ্ছি না।”

লক্ষ্মণ আরও বলেছেন, “জাস্টিন ল্যাঙ্গার ওদের কোচ হয়েছে এখন। ও যখন খেলত, তখনও বিশাল প্রতিভাধর ছিল না। কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে ও উজাড় করে দিত। এই অস্ট্রেলিয়া দলে সেই মানসিকতাই দেখতে চাইব। তবে এটা মানছি যে আমার দেখা এটাই অস্ট্রেলিয়ার দুর্বলতম দল।”

অস্ট্রেলিয়ায় কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। ১১ বার সফরে এসেও অধরা থেকেছে সিরিজ জয়। এ বার কিন্তু চার টেস্টের সিরিজে অনেক বিশেষজ্ঞই এগিয়ে রাখছেন ভারতকে। বলছেন, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় ভারতের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ। লক্ষ্মণ আবার সিরিজের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণীও করে বসেছেন। তার মতে, সিরিজে ভারত ৩-১ ফলে জিতবে।

লক্ষ্মণ বলেছেন, “আশা করছি, ভারত টেস্ট সিরিজে ৩-১ জিতবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে কোনও ড্র হবে বলে মনে করছি না। এর চেয়ে ভাল সুযোগ ভারত কখনও পাবে না। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার খেলছে না বলে কিন্তু এটা মনে হচ্ছে না। আমি দক্ষতার ভিত্তিতে এটা বলছি। ইংল্যান্ডে আমি অবশ্য পুরো ভুল বলেছিলাম। ভেবেছিলাম ভারত ৪-১ জিতবে। কিন্তু হয় তার ঠিক উল্টো। তবে ভারতীয় দলের জেতার ক্ষমতা রয়েছে বলে আমার বিশ্বাস।”

চলতি বছরে ভারত জিতেছে পাঁচ টেস্ট। হেরেছে ছয়টিতে। অস্ট্রেলিয়া আবার এই বছরে জিতেছে মাত্র দুটো টেস্টে। আর বল-বিকৃতি কা- থেকে ধরলে কোনও টেস্টই জেতেনি। বিরাট কোহালির দলের সিরিজ জেতার সম্ভাবনা যা আরও বাড়াচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়