শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন চ্যাম্পিয়নের মত রাজসিকভাবে বিদায় হবে ধোনির : গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটে রান না আসায় আন্তর্জাতিক অঙ্গনে তার বর্তমান ফর্ম নিয়ে কানাঘুষা করছে নিন্দুকেরা। নিন্দুকদের কানাঘুষার পাল্টা জবাব দিলেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘ধোনি হলো চ্যাম্পিয়ন খেলোয়াড়। একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়দের খারাপ সময় আসতেই পারে। তবে আমার দৃঢ়বিশ্বাস দ্রুতই বড় ইনিংস খেলবে ধোনি। কারণ সে ঠান্ডা মেজাজের খেলোয়াড়। সে জানে, কিভাবে রান করতে হয়।’

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না মি: খ্যাত ফিনিশার ধোনির। গেল আইপিএলের পর থেকেই ফর্মহীনতায় ভুগচ্ছেন তিনি। রঙ্গীন পোশাকে বড় ইনিংসই খেলতে পারছেন না ধোনি। ওয়ানডে ও টি-২০ ফরম্যাট মিলিয়ে চলতি বছর তার সর্বোচ্চ ব্যক্তিগত রান ৫২। দুই ফরম্যাট মিলিয়ে মাত্র একবার হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিনি। তাই ধোনির ফর্ম নিয়ে সমালোচনায় পসরা সাজিয়ে বসেছে নিন্দুকেরা।

তবে এমন পরিস্থিতিতেও সতীর্থ-বন্ধুদের পাশে পাচ্ছেন ধোনি। দু’দিন আগে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ধোনির প্রশংসা করেছেন। এবার ধোনির পক্ষে কথা বললেন তার প্রথম অধিনায়ক গাঙ্গুলী।
তিনি বলেন, ‘সে একজন চ্যাম্পিয়ন। দেশকে টি-২০ ও ওয়ানডে বিশ্বকাপ এনে দিয়েছে সে। গত ১৪ বছর ধরে ক্রিকেট মাঠে অসাধারণ পারফরমেন্স করেছে সে। এখন সময় খারাপ যাচ্ছে। তবে সবার মতো তাকেও ভালো খেলতে হবে। জীবনের সবক্ষেত্রেই যে কাজই করা হোক-না কেন, বয়স যা-ই হোক, যতই অভিজ্ঞতা থাকুক-না কেন, সময়মত সেরাটা দিতে হবে। এছাড়া কোন বিকল্প পথ নেই। নয়তো অন্য কেউ জায়গা নিয়ে নেবে। আমার দৃঢ় বিশ্বাস, খুবই শিগগিরই রানে ফিরবে ধোনি।’

২০১৯ বিশ্বকাপ খেলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত আগেই দিয়েছেন ধোনি। তাই ধোনি দ্রুত ফর্মে ফিরবে, দলকে আরও সাফল্য এনে দিবে, ফলে তার বিদায়টা রাজসিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গাঙ্গুলী, ‘ধোনির জন্য আমার শুভ কামনা, কারণ আমরা চাই চ্যাম্পিয়নরা মাথা উঁচু করে বিদায় নিবে। সে চাইলে আবারো দুর্দান্ত ফর্মে ফিরতে পারবে। যেভাবে আগে দলের জয় নিশ্চিত করে ম্যাচ ফিনিশ করতো ধোনি।’

২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় দেন ধোনি। ৯০ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৮৭৬ রান করেন তিনি। এছাড়া ৩৩২টি ওয়ানডেতে ১০১৭৩ রান ও ৯৩টি টি-২০তে ১৪৮৭ রান করেন ৩৭ বছর বয়সী ধোনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়