শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ১১:২৯ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক বিভাগের ২৩ হাজার কর্মচারীর মাসিক ভাতা বৃদ্ধি

তরিকুল ইসলাম সুমন : বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের মাসিক সম্মানী ভাতা শতকরা ৭৭ ভাগ বৃদ্ধি করা হয়েছে। ডাক বিভাগের ২৩ হাজার ২১ জন ইডি কর্মচারী এই সুবিধা পাবেন। সম্মানী পূণ:নির্ধারণের ফলে ইডিএসপিএম পদমর্যাদার সম্মানী বর্তমান ৩৩০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫৮৪১, ইডিএ পদমর্যাদার কর্মচারীদের ২৫২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৪৬০টাকা, ইডিডিএ পদমর্যাদার কর্মচারীদের ২৪৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৩৫৪ টাকা, ইডিএমসি পদমর্যাদার কর্মচারীদের ২৩৬০ টাকা থেকে বৃদ্ধি পেযে ৪১৭৭ টাকা এবং অন্যান্য ইডি কর্মচারীদের ২২৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪০০০ টাকায় উন্নীত হয়েছে। গড়ে পাঁচ ক্যাটাগরির কর্মচারীদের সম্মানীভাতা বৃদ্ধির হার ৭৭ শতাংশ।

দীর্ঘ তিন মাস যাচাই বাছাই শেষে গত ২৫ নভেম্বর এ আদেশ জারি হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ডাক বিভাগের অবিভাগীয় এসব কর্মচারীদের সম্মানী বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এক প্রতিক্রিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে তাঁর নিরন্তর মহানুভবতা দুনিয়া ব্যাপী সমাদৃত। মানবতার প্রতি তাঁর ভূমিকা তাঁকে ‘মাদার অভ হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত করেছে।

২০০৯ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিভাগীয় ডাক কর্মচারীদের সম্মানী ২০১৩, ২০১৬ সালে আরও দুই দফা বৃদ্ধি করেছেন। এর আগে ২০০৮ সাল পর্যন্ত ইডি কর্মচারীদের সর্বোচ্চ সম্মানী ছিল ৯৭৮ এবং সর্বনিম্ন ছিল ৬৭৪ টাকা। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইডি কর্মচারীদের সম্মানী ৮৫ টাকা থেকে ১৩০ টাকায় উন্নীত করেন। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডি কর্মচারীদের সর্বোচ্চ সম্মানী ৮৮৯ টাকায় উন্নীত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়